Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিধিঃ- বিভিন্ন মন্ত্রনালয়ের কার্যবন্টন অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের উপর নিম্ন বর্ণিত কার্যাদি অর্পিত হয়েছে।

·         যুবদের কল্যাণ প্রশিক্ষন ও অন্যান্য বিষয়ক সকল কাযাদি।

·         উন্নয়নমুলক কাজে যুবদের স্বেচ্ছায় অংশগ্রহনে উৎ সাহিত করা।

·         যুবদের কল্যানের জন্য সংশ্লিষ্ঠ মন্ত্রনালয়ের সাথে সংযোগ রাখা।

·         নিদিষ্ঠ প্রকল্পের জন্য অর্থ মজুরী।

·         যুব পুরস্কার প্রদান।

·         যুবদেরকে দায়িত্বশীল, আত্মবিশ্বাসী এবং অন্যান্য মানবিক গুণাবলী অর্জনে উৎ সাহিত প্রদানের জন্য কর্মসূচী গ্রহন।

·         যুব উন্নয়ন কার্যক্রমের উপর গবেষনা ও জরীপ।

·         বেকার যুবদের জন্য কর্মসংস্থানের লক্ষ্যে কার্যক্রম গ্রহন।

যুব উন্নয়ন অধিদপ্তরের ভিশনঃ

  • অনুৎ পাদনশীল যুব সমাজকে সুসংগঠিত সুশৃঙ্খল এবং উৎ পাদনমুখী শক্তিতে রূপান্তর করা।
  • দক্ষতাবৃদ্ধিমুলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবদের কর্মসংস্থান কিংবা স্ব-কর্মসংস্থনে সহযোগিতা করা।
  • জাতীয় উন্নয়ন কর্মকান্ডে বেকার যুবদের সম্পৃক্ত করা।

যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমঃ যুব সমাজকে সুশৃঙ্খল ও সু সংগঠিত করে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্তকরণ এবং সঠিক দিক নির্দেশনা, জ্ঞান ও দক্ষতা প্রদানের মাধ্যমে মনের সম্পদে পরিনত করার লক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর নিম্নবর্ণিত কর্মসূচী চালু আছেঃ

(১) বেকার যুবদের দ্ক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ কর্মসূচী-

     (ক) প্রাতিষ্ঠানিক

     (খ) অপ্রাতিষ্টানিক

     (গ) যৌথ উদ্দোগে বাস্তবায়িত প্রশিক্ষন

     (ঘ) যুব সংগঠকদের প্রশিক্ষন

     (ঙ) কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষন

(২) প্রশিক্ষিত যুবদের আত্মকর্ম সংস্থান কর্মসূচী

(৩)  যুব ঋণ কর্মসূচীঃ

     (ক) গ্রুপ ভিত্তিক ঋণ কর্মসূচী

     (খ) একক ঋণ কর্মসূচী

(৪) বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে উদ্বুদ্ধকরণ ও সচেতনতাবৃদ্ধি মুলক কর্মসূচী।

(৫) সরকারী ও বেসরকারী পার্টনারশীপ কর্মসূচী।

(৬) ন্যাশনাল সার্ভিস কর্মসূচী।

(৭) যুব উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মধ্যে কর্মসূচীভিত্তিক নেটওয়াকিং জোরদার 

    করন প্রকল্প।